একুশ এলে
ইবনে মনির হোসেন
ফেব্রুয়ারী এলে মাগো
পলাশ, শিমুল ফুটে শোকের,
তোমার ভাষায় বলতে কথা
রক্ত দিলো ভাইয়ের বুকের।
ফেব্রুয়ারী এলে মাগো
প্রভাত ফেরি আসে দুখের,
শ্রদ্ধা সালাম জানাই ফুলে
তোমার ভাষায় মনের সুখের।
ফেব্রুয়ারী থেকো তুমি
শুদ্ধ চর্চায় ঘরে ঘরে,
তোমায় নিয়ে ধন্য হবো
বিশ্ব ঘুরে আপন স্বরে।
তোমার বুকে দিল যারা
দুঃখ ভিষণ সন্তান হারা,
ঘৃনা করি তাদের তরে
আজো যারা পাইনি সাড়া।
তোমার কথায় হাসিখুশী
তোমার কথায় রসিক ভোজন,
তবু মাগো সাজে সুজন
স্বপ্ন যারা বুনে কূজন।
হরেক রূপের সুজন মাঝি
মেঘের ভেলায় চড়ে উড়ে,
তাদের কদর আছে যবর
হরিলুটের দেশে ঘুরে।
মায়ের মতো দেশে যারা
আছে বানর, ভন্ড, পাজি,
ধরো টেনে জলদি করে
একটু সময় পেলে আজি।
মায়ের কথা মায়ের ভাষা
রেখো মনে ভালোবাসা,
স্নেহের আঁচল বিছানো ঐ
সবুজ মাঠে সোনার আশা।
কৃষক-শ্রমিক, ধ্বনি-গরিব
সবার ভাষা বাংলা আমার
এই ভাষাতে আছে মধুর
জগৎ জুড়ে ধন্য তোমার।